রাজধানীর তেজগাঁওয়ে ভেজাল খাদ্য বিরোধী অভিযানে একশ’ মরা মুরগি জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে তেজগাঁ স্টেশন এলাকায় ৬৬ নম্বর বাসায় এ অভিযান চালানো হয়।
দেলোয়ার হোসেন ও আসমা নামে দু’জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তাদের ২ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে এসব মরা মুরগি হোটেল-রেস্তোরাঁয় সবরবাহ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।