আমাদের কথা খুঁজে নিন

   

তেজগাঁওয়ে কেমিক্যালের দোকানে বিস্ফোরণ, দগ্ধ ১১

রাজধানীর তেজগাঁওয়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে নারী-শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তেজগাঁও তেজকুনীপাড়া বাজারে মহিলা কলেজের পাশের গলিতে একটি কেমিক্যালের দোকানে এ বিস্ফোরণ ঘটে। দোকানটিতে পোশাক কারখানায় ব্যবহার করা হয় এমন সব কেমিক্যালের ড্রাম রাখা ছিল।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ভজন সরকার বলেন, শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় দোকানটিতে।

এক পর্যায়ে কেমিক্যাল ভর্তি একটি ড্রাম বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের ঘটনায় দোকানটির মালিক, কর্মচারী, পথচারী এবং আশপাশের লোকজনও দগ্ধ হন।

দগ্ধরা হলেন : দোকান মালিক মাহমুদুল হাসান (৩৬), কর্মচারী আব্দুল মোতালেব (১৪), পথচারী মাসুদ (৩২), জাকির হোসেন (৩৮), নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রী রিফাত (২০) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী ঝিলিক (২০), শফিউল আযম (৫০), ইব্রাহিম খলিল (৩৫), জহিরুল ইসলাম (৪৬), আব্দুল লতিফ (৫০) এবং উজ্জল (২৪)।

বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।