আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার তেজগাঁওয়ে দোকানে আগুনে দগ্ধ ৭

বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে তেজগাঁও মহিলা কলেজের পাশের ওই দোকানে আগুন লাগে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- সফিউল আজম (৪৫), খলিলুর রহমান (৩৬), মাহমুদুল হাসান (৩৭), জহিরুল ইসলাম (৬০), আব্দুল লতিফ (৭০), মো. মাসুদ (২৫), জাকির (২৫), উজ্জ্বল (২৫) , শাম্মী ‍আকতার (১৯), রিফাত আরা ইয়াসমিন (১৯) ও মোতালেব (১২)।
তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে সফিউল, খলিলুর, লতিফ ও শিশু মোতালেবের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সাজ্জাদ খন্দকার সাংবাদিকদের বলেন, এই চারজনের শরীরের ৭৫ থেকে ৯৬ শতাংশ পুড়ে গেছে, শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।


এছাড়া  মাহমুদুল হাসানের শরীরের ৩৫ ভাগ, জহিরুলের ৩৪ ভাগ, মাসুদের ২৫ ভাগ, জাকির ও উজ্জ্বলের ২৫ ভাগ পুড়েছে।
দগ্ধদের মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী শাম্মী ও নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী রিফাত আরার পা পুড়েছে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারতলা ভবনের নিচতলায় একটি দোকানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে, আহত নয়জনকে পাঠানো হয় হাসপাতালে।
ওই ভবনের তৃতীয় তলায় আলাউদ্দিন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা রয়েছে।

তবে আগুনে ওই কারখানার কোনো ক্ষতি হয়নি।
অগ্নিদগ্ধদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকানে ‘কোনো’ একটা কিছুর বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।