চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো’র প্রথম লেগের ম্যাচে গতকাল চেলসি অ্যাওয়ে ম্যাচে তুরস্কের ক্লাব গ্যালাতাসারের সাথে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি হলেও অ্যাওয়ে ম্যাচে গোলের সুবাদে চেলসিই এগিয়ে থাকলো।
ম্যাচের শুরুতেই ফার্নান্দো টরেসের দেয়া গোলে প্রথামার্ধে সফরকারীরাই এগিয়ে ছিল। কিন্তু বিরতির পরে নতুন করে শুরু করা গ্যালাতাসারে ক্যামেরুনের ডিফেন্ডার অরেলিয়েন চেডুজুর গোলে সমতা ফেরালে স্বাগতিক শিবিরে স্বস্তি ফিরে আসে। ম্যাচ যেভাবে এগিয়েছে তাতে উভয় দলের জন্যই ড্র প্রাপ্য ছিল।
তবে ১৮ মার্চ স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগের ম্যাচে চেলসি নিজেদের প্রমাণ করে শেষ আটে পৌঁছাবে বলেই সবাই আশাবাদী।
চেলসি ম্যানেজার হোসে মরিনহো আক্রমভাগে স্যামুয়ের ইতোর জায়গায় মূল একাদশে ফার্নান্দো টরেসের উপরই আস্থা রেখেছিলেন। যার প্রতিদান ম্যাচের ৯ মিনিটেই দিয়েছেন এই স্প্যানিয়ার্ড। শেষ পাঁচটি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এটি ছিল টরেসের ষষ্ঠ গোল। এই গোলের পরে তুরস্কের বিখ্যাত টার্ক টেলিকম এরিনার উপস্থিত স্বাগতিক দর্শকরা স্তব্ধ হয়ে যায়।
গত সপ্তাহে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে জয়ী ম্যাচে যে দল ছিল তার থেকে তিনটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন মরিনহো। টরেস ছাড়াও মূল একাদশে এসেছিলেন রামিরেস এবং আন্দ্রে শুরেল।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।