ভালোবাসি বললে তোকে
দিলি আমায় থ্রেট রীনা,
জানিস কি তুই আমার পিছে
ঘুরে কতো ক্যাটরিনা ?
হায় রে এমন বোকা মেয়ে
করলি কী ভুল না বুঝে !
আমার মতো ছেলে পাবি ?
এক লাখেতে একটা খুঁজে ?
একশো একটা লাল গোলাপ
তোর চুলে কেউ দিবে গুজে ?
একটা সুযোগ দিচ্ছি তোকে
আয় ফিরে আয় আমার বুকেই,
ভাবিস না তুই কষ্ট পাবি
সারাজীবন রাখবো সুখেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।