বিদায়ের শেষ লগ্নে পৌঁছে গেছে ২০১২। শুরু হয়ে গেছে বছরটির চাওয়া-পাওয়ার হিসাব মেলানোর পালা। তারই অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও ২০১২ সালে গণমাধ্যমের সবচেয়ে আলোচিত ব্যক্তিদের তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন। এজন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ২০ গণমাধ্যম ব্যক্তিত্বকে প্রাথমিকভাবে নির্বাচিত করে অনলাইনে ভোট আহবান করা হয়।
প্রাথমিক তালিকার ২০ জনের মধ্যে বিশ্বের প্রভাবশালী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম থাকলেও শেষ ভোটে বাদ পড়ে যান তিনি।
আরও বাদ পড়েন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মায়ার, অ্যাপলের টিম কুক, ফেসবুকের মার্ক জুকারবার্গের মতো ব্যক্তিরাও।
সিএনএনের ভোটে চূড়ান্তভাবে নির্বাচিত শীর্ষ দশ গণমাধ্যম ব্যক্তিত্বের তালিকা পাঠকদের জন্য তুলে ধরা হলো:
১. বাশার আল আসাদ: ২০১০ সালের শেষদিকে শুরু হওয়া আরব দেশগুলোর বিপ্লবের আঁচ গত বছর সিরিয়াতেও এসে পড়ে। সরকারবিরোধীরা প্রাথমিকভাবে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছাড়ার আহবান জানায়। কিন্তু আসাদ ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানালে বিদ্রোহীরা সশস্ত্র আন্দোলন শুরু করে।
২০১১ সালের মার্চে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে এ পর্যন্ত ৪০ হাজার সিরিয়ান নাগরিক নিহত হলেও এখনও নিজ অবস্থানে অটল আসাদ।
জাতিসংঘসহ বিভিন্ন দেশ আসাদকে সমঝোতা প্রস্তাব দিলেও তা বরাবরই নাকচ করে দিয়েছেন তিনি।
২. মোহাম্মদ মুরসি: আরব বিপ্লবের জের ধরে চলতি বছরের জুনে মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। কিন্তু ক্ষমতা গ্রহণের ৬ মাসের মধ্যেই বিরোধী শিবির তার প্রতি অসন্তোষ প্রকাশ করে। নভেম্বরে একটি অধ্যাদেশ জারিকে কেন্দ্র করে এখন পর্যন্ত সহিংসতা অব্যাহত রয়েছে দেশটিতে। সম্প্রতি পার্লামেন্টের ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধন করে গণভোটের ডাক দেন প্রেসিডেন্ট।
ইসলামপন্থীরা জয়ী হলেও প্রেসিডেন্ট মুরসির এই উদ্যোগে সন্তুষ্ট নয় মিশরের ধর্মনিরপেক্ষ বিরোধী শিবির।
৩. বো জিলাই: দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং রাজ্যের রাজনৈতিক নেতা বো জিলাই। ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেইউডকে হত্যার জন্য তার স্ত্রী জু কাইলাইকে দোষী সাব্যস্ত করা হয়। ঐ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন জিলাইও।
সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলনে ৯ সদস্যের পলিটব্যুরো সদস্যদের একজন নির্বাচিত হলেও রাজনৈতিক কেলেঙ্কারির কারণে দল থেকেই বহিস্কৃত হয়ে যান তিনি।
৪. শি জিনপিং: চলতি বছর অনুষ্ঠিত সম্মেলনে আগামী এক দশকের জন্য চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হন শি জিনপিং। চীনের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হন দলটির প্রভাবশালী এই নেতা। আগামী চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে হারানোর যে চ্যালেঞ্জ চীন নিয়েছে, তাতে এই নবনির্বাচিত নেতা যথেষ্ট ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৫. জোশেফ কোনি: উগান্ডাসহ মধ্য আফ্রিকার পলাতক যুদ্ধবাজ সেনাপতি জোশেফ কোনি। দু’দশক ধরে এসব অঞ্চলের ভয়ংকর সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়ে আসছেন তিনি।
যুক্তরাষ্ট্রের একটি সংস্থা এই গেরিলা সেনাপতির উপর ‘কোনি ২০১২’ নামে একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করে। আশ্চর্য হলেও সত্য, প্রামাণ্যচিত্রটি এ বছরের মার্চে ইউটিউবে ছাড়া হলে মাত্র এক সপ্তাহের মধ্যেই সাত কোটি ৪০ লাখ বার প্রদর্শিত হয়।
৬. মালালা ইউসুফজাই: নারী শিক্ষার প্রচারণা চালাতে গিয়ে অক্টোবরে তালেবানদের গুলিতে মারাত্মক আহত হয় ১৫ বছর বয়সী পাকিস্তানের মানবাধিকারকর্মী কিশোরী মালালা ইউসুফজাই।
বর্তমানে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন এই মানবাধিকারকর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছেন স্বয়ং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
এরপর মালালার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ‘মালালা পাবলিক হাইস্কুল’।
জাতিসংঘ তাদের নারী শিক্ষা প্রচারণা সংস্থার নাম ‘আমি মালালা’ রেখে প্রচারণা শুরু করে।
৭. সাই : ‘গ্যাংনাম স্টাইল’ গানের গায়ক দক্ষিণ কোরিয়ার র্যাপ সঙ্গীতশিল্পী সাই। ৩৪ বছর বয়সী এই গায়কের গানটি ইউটিউবের সবচেয়ে বেশিবার দেখা ভিডিও। এবং এটাই একমাত্র ভিডিও, যেটি ইউটিউবে ১শ’ কোটি বার দেখার মাইলফলক ছুঁয়েছে।
গানে সাই’র অশ্বারোহীদের মতো কিম্ভূত নাচুনি স্টাইল সবার মধ্যেই একধরনের আবেশ তৈরি করে।
যার ফলে সাই’র স্টাইলে নাচতে চেষ্টা করে অনেকে। এই চেষ্টার তালিকায় আছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন থেকে শুরু করে চীনা চিত্রশিল্পী আই ওয়েইয়ের মতো ব্যক্তিরাও!
৮. ফ্রান্সেসকো শেটিনো : অভিজাত সমুদ্র জাহাজ ‘কোস্টা কনকর্ডিয়া’র ক্যাপ্টেন ফ্রান্সেসকো শেটিনো।
এ বছরের জানুয়ারিতে সমুদ্রে যাত্রাপথে এক দুর্ঘটনায় জাহাজটির ৩২ জন যাত্রী নিহত হয়। অভিযোগ রয়েছে, ৩ হাজার ২শ’ যাত্রী ও ১ হাজার নাবিকের ঐ জাহাজটি ইতালির গিগলো দ্বীপের কাছে একটি বরফের পাথরে ধাক্কা খাওয়ার পরও টা কূলে নোঙর করা হয়নি। পরে জাহাজ চালনায় অসাবধানতা ও অবহেলার কারণ দেখিয়ে নরহত্যার অভিযোগ আনা হয় শেটিনোর বিরুদ্ধে।
৯. অ্যালান অলিভিয়েরা : ব্রাজিলের দৌঁড়বিদ অ্যালান অলিভিয়েরা ২০১২ সালের লন্ডন অলিম্পিকে বিস্ময়করভাবে ২০০ মিটার দৌঁড়ে স্বর্ণ জেতেন। দক্ষিণ আফ্রিকার বিস্ময় বালক অস্চার পিস্টোরিয়াসকে পরাজিত করে তিনি ঐ সম্মাননা জেতেন। এ কীর্তির জন্য ‘ব্লেড রানার’ অ্যাখ্যা পান অ্যালান।
১০. অংসান সুকি : মিয়ামারের গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সুকি। শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী চলতি বছর দীর্ঘ গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান।
কয়েক মাস আগে মিয়ানমার পার্লামেন্টের উপ-নির্বাচনে নিজের আসনে জয়ী হন তিনি। ১৫ বছর পর নিজের গৃহ থেকে বন্দী দশা কাটিয়ে ওঠা সুকি সম্প্রতি লন্ডন, ওয়াশিংটন ও নরওয়ে সফর করেন। নোবেল জয়ের ২১ বছর পর নরওয়েতে গিয়ে পুরস্কার জয়ের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।