বুধবার রাত সোয়া ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একদল সদস্য সাক্ষাৎ করতে আসেন।
তারা বিএনপি চেয়ারপারসনের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরে সরকারি ও বেসরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে বলে জানান।
খালেদা জিয়া তাদের বক্তব্য শুনে সহমর্মিতা প্রকাশ করেন এবং সব ধরণে সহযোগিতার আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন খলিল হোসেন, নূরজাহান, সোখিনা বেগম, লাবলী তানিয়া, সেলিমা বেগম, আমীর শেখ, সাথী আক্তার, বাবু মিয়া, লিপি, রাজিয়া, রুহুল আমীন ও রাশিদা বেগমসহ অর্ধশতাধিক।
গত বছর সাভারে রানা প্লাজা ভবন ধসে সহস্রাধিক পোষাক শ্রমিক নিহত হয়। আহত হন কয়েক সহস্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।