মনোয়ারা মণি
প্রতি বছর এই মহান দিনটিতে বাংলায় কিছু লেখালেখি করে থাকি
এ বছরটি ছিলো একটু অন্য রকম
ফ্লোরিডাতে গিয়ে সদা সাথী ল্যাপটপটিতে
ওয়াইফাই কানেক্ট করা গেলো না
নিজেদের প্রচেষ্টা, হোটেলের রিসেপশনের চেষ্টা
এমনকি আই টি সাপোর্টের সাথে কথা বলেও কাজ হলো না
আই প্যাড বা আই ফোনে কানেকশনের সমস্যা নাই
কিন্তু ওগুলো থেকে তো বাংলা টাইপ করা যাচ্ছে না
অথচ আমাকে বাংলায় লিখতে হবে
কি করা যায় ভাবছি আর ভাবছি...
ল্যাপটপে বাংলায় টাইপ করে সেটা ক্যামেরায় ছবি তুললে
আই প্যাড থেকে আপলোড করা সহজ হবে না
অবশেষে ল্যাপটপে বাংলায় টাইপ করে আই ফোনে ছবি তুলে
আই প্যাড থেকে আপলোড করার পথ পেলাম
২১শে ফেব্রুয়ারি ২০১৪ কেটেছে ক্যারিবিয়ান সাগরে
কার্নিভাল ড্রিম ক্রুজ শিপে বসে
‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি...’’
এই পংক্তিটুকু ল্যাপটপে লিখে আই ফোনে ছবি তুলে পোষ্ট করলাম
গত বছর এই দিনটিতে ছিলাম সিংগাপুরে
আগামি বছর কোথায় থাকবো জানা নাই
সহস্র মাইল দূরে সাগরের মাঝে লেখা হয় নাই কোনো কবিতা
শত প্রতিকূলতা ভোলাতে পারে না তোমাদের –
ভাষা মাসের শেষ দিবসে মহান শহীদদের প্রতি
জানাই বিনম্র শ্রদ্ধা...
২৮ ফেরুয়ারি, ২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।