আমাদের কথা খুঁজে নিন

   

জলদস্যুর তাড়া খেয়েও বেঁচে গেল ‘ক্রিস্টাল গোল্ড’

বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার জানান, ভারতের গুজরাটের কাঁদলা বন্দরে পণ্য খালাসের পর ইরানের বন্দর আব্বাসে যাওয়ার পথে জাহাজটিকে তাড়া করে সোমালি জলদস্যুরা।

শুক্রবার বাংলাদেশ সময় বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে করাচি থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে থাকতে ক্রিস্টাল গোল্ডের নাবিকরা বিষয়টি টের পান। তারা দেখতে পান, জলদস্যুরা একটি বড় ও একটি ছোট বোট নিয়ে তাড়া করছে।

এরপর ক্রিস্টাল গোল্ডের নাবিকরা পথ বদলে কাছকাছি পাকিস্তান উপকূলের দিকে ছোটেন। সন্ধ্যা ৭টার দিকে তারা পাকিস্তনের উপকূলে পৌঁছালে জলদস্যুদের বোট দূরে সরে যায়।

জসিম উদ্দিন সরকার বলেন, “নিয়ম অনুযায়ী ক্রিস্টাল গোল্ডের নাবিকরা পাকিস্তান নৌবাহিনীর সহযোগিতা চেয়েছেন। তারা এখন নিরাপদ বলে আমরা খবর পেয়েছি। ”

সাড়ে ১৬ হাজার টন ধারণ ক্ষমতার ২৮ বছরের পুরনো এই জাহাজের নেতৃত্বে আছেন ক্যাপ্টেন জাকির হোসেন। জাহাজে মোট ২৩ জন বাংলাদেশি নাবিক রয়েছেন বলে মালিকপক্ষ জানিয়েছে।

মালিক প্রতিষ্ঠান ক্রিস্টাল নেভিগেশন লিমিটেডের এমডি মোরশেদ মুরাদ ইব্রাহীম জানান, তারা জাহাজের সঙ্গে যোগাযোগ রাখছেন।

শনিবার এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.