শনিবার সকালে জাহাজটি আরব সাগর পেরিয়ে হরমুজ প্রণালীতে ঢুকে বলে বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলদস্যুদের তাড়া খেয়েও বেঁচে যাওয়া জাহাজটি স্বাভাবিক নিয়মে চললে আগামীকালের (রোববার) মধ্যে ইরানের বন্দর আব্বাসে পৌঁছাবে।”
বন্দর আব্বাসগামী জাহাজটি শুক্রবার বিকালে আরব সাগরে জলদস্যুদের তাড়া খেয়ে পাকিস্তান উপকূলের দিকে সরে যায়।
জলদস্যুদের একটি বড় ও দুটি ছোট আকারের নৌকা জাহাজটিকে তাড়া করে। সন্ধ্যা ৭টার দিকে জাহাজটি পাকিস্তান উপকূলের দিকে ঢুকে পড়লে জলদস্যুরা সরে যায়।
সাড়ে ১৬ হাজার টন ধারণ ক্ষমতার ২৮ বছরের পুরনো এই জাহাজের নেতৃত্বে আছেন ক্যাপ্টেন জাকির হোসেন। জাহাজে মোট ২৩ জন বাংলাদেশি নাবিক রয়েছেন বলে মালিকপক্ষ জানায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।