রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে চট্টগ্রামের বিএন স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীদের নামপরিচয় এখনো জানা যায়নি। তবে আহতদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি বলে জানা গেছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,চট্টগ্রামের বিএন স্কুল অ্যান্ড কলেজের ১২টি পিকনিকের বাস সকাল ৯টার চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের নেভি ক্যাম্পের উদ্দেশে ছেড়ে আসে। এর মধ্যে একটি পিকনিক বাস (ঢাকা মেট্রো-ব-১১০৮৪৩) বেলা সাড়ে ১১টার দিকে, কাপ্তাইয়ের চিৎমরম এলাকার ব্যাঙছড়িতে এলে অপরদিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বেলায়েত হোসেন জানান, আহতদের মধ্যে সাতজনকে খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে এবং ১৬ জনকে নৌবাহিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার ওপর থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।