আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভেঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড এর সাথে একীভূত করে দেয়া যায়না?



আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভেঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড এর সাথে একীভূত করে দেয়া যায়না? সাহারা তো আমাদেরকে দিশেহারা করে একটা উদাহরণ তৈরি করেছে, তাছাড়া বড় ভাইের চোখ রাঙ্গানী যাদের কাছে টেস্ট না খেলার চেয়েও বড় ভয়ের বিষয় তাদের আলাদা করে আরেকটা অস্তিত্ব থাকার দরকার টা কি? ভাবছেন কি সব আবোল তাবোল বকছি, কিন্তু কয়েকটা বিষয় কিছুতেই মেলাতে পারছিনা ...
১) দলের মেরুদণ্ড সাকিবকে যে দণ্ড দেয়া হল, তা লঘু পাপে গুরু দণ্ড বলেই মনে হল (যদিও দণ্ড!! প্রেমিক সাকিবের অপরাধ কোনোভাবেই ডিফেন্ড করছিনা) তবে ১টি ওয়ানডে নিষেধাজ্ঞাই যথেষ্ট ছিল। কেউ একজন নিশ্চিত করেছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তার অনুপস্থিতি আর সেটা যেন খুব দৃষ্টিকটু না হয় তাই দ্বিতীয় ম্যাচেও; আর আইপিএল এর জন্য বিশ্রামে থেকে তরতাজা হতে, after all money talks..3 crore BDT!!
২) দল সাজানো আর অধিনায়ক নির্ধারণ নিয়ে যা হল, তা ছিল দলের মধ্যে একটি পরিকল্পিত বিভেদ সৃষ্টির সফল প্রয়াস।
৩) তামিমের রহস্যময় ঘাড়ের বাথা আর তার জন্য অতি জরুরী ভিত্তিতে সিঙ্গাপুরে প্রমদ ভ্রমন।
৪) ভারতীও বোলারের বিমার আর মুশফিক এর নিশ্চিত দলচ্যুতি!!
৫) নাসির এর হটাত ক্রিকেট কিভাবে খেলে এটাই ভুলে যাওয়া।
৬) বাতাস বুঝে মাশরাফির পায়ের পুরনো বাথা চাগা দিয়ে উঠা !!
...আরও অনেক! খুব ঠাণ্ডা মাথায় নিশ্চিত করা হয়েছে এই টুর্নামেন্টে যেন বাংলাদেশের সামান্যতম কোন সুযোগ না থাকে। তবুও আফগানিস্তান কে অভিনন্দন; যারা প্রায় ১৪ বছর ধরে টেস্ট খেলছে তাদেরকে তাদের মাঠে এসে এভাবে পরাজিত করার জন্য যদিও এটা ছিল তাদের মাত্র চতুর্থ আন্তারজাতিক ম্যাচ। বাংলাদেশের জাতীয় দল তো দুরের কোথা তৃতীয় বিভাগের কোন দলের বিরুদ্ধে জিত্তেও আফগানিস্তান এর ঘাম ছুটে যাওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমান তো বটেই ভবিষ্যতের জন্যও এক "ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার" মার্কা বাংলাদেশ দল বানানোর পক্রিয়া নিশ্চিত করেছে , তাতে কি আনুগত্তে থাকলে পকেট ফুলে, দিন শেষে দেশের সম্মানের চেও অতাই তো বড় পাওয়া ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।