মেহেরপুর জেনারেল হাসপাতালের টিকিট মাষ্টার কামরুল আযম বাবুকে মারধর করার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিচার না পেলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়ার হুমকি দিয়েছে হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জেনারেল হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নজরুল ইসলাম জানান, গত ২৭ ফেব্রুয়ারি বেলা এগারটার দিকে আমঝুপি গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা জে.এম.আই ফার্মাসিউটিক্যালস এর মেডিকেল প্রতিনিধি (এম.আর) রমজান আলী স্বপন একজন মহিলা রোগীর টিকিটের জন্য হাসপাতালের টিকিট কাউন্টারে আসে। ওই সময় রোগীর প্রচুর ভিড় থাকায় শিশু, নারী ও পুরুষদের আলাদা লাইনে তিনজন টিকিট দিচ্ছিলেন। পুরুষদের টিকিট প্রদান করছিলেন কামরুল আযম বাবু। মহিলাদের লাইনে না গিয়ে বাবুর কাছে টিকিট চান স্বপন। বাবু তাকে মহিলা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের অনুরোধ করলে ক্ষেপে গিয়ে বহিরাগতদের সাথে নিয়ে বাবুকে মারধর করেন স্বপন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।