আমাদের কথা খুঁজে নিন

   

উল্লাপাড়ায় বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

১৯ ফেব্রুয়ারি স্থগিত হওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুণঃভোট বর্জন করেছে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাডঃ শামসুল হক। ভোটারদের কেন্দ্রে আসার পথে আওয়ামী লীগ কর্মীদের ভয়ভীতি প্রদর্শন, জাল ভোট প্রদান ও কেন্দ্রে প্রশাসনের অহসহযোগীতার অভিযোগ এনে আজ দুপুরে পৌনে ২টার দিকে তিনি নির্বাচন বর্জনের ঘোষনা দেন।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি ভোটের দিন উপজেলা সদরের আকবর আলী সরকারী কলেজ কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগ ও ভোটগ্রহন চলাকালে নলসন্ধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সিলযুক্ত প্রায় ১৪শ’ ব্যালটসহ পাঁচটি বাক্স পুড়িয়ে ফেলায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ দুটি কেন্দ্রের ভোটার সংখ্যা সাত হাজার ২৮৬। তবে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের ব্যবধান বেশি হওয়ায় নির্বাচনের দিনই এ পদের ফলাফল ঘোষনা করা হয়।

স্থগিত হওয়া দুটি কেন্দ্রে চেয়ারম্যান পদে আজ সকাল থেকে ভোটগ্রহণ চলছে। এ উপজেলার ১২১টি কেন্দ্রের মধ্যে ১১৯টির ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ্যাড. মারুফ বিন হাবিব ঘোড়া প্রতিক নিয়ে দুই হাজার ৬৯৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৩১০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাড. শামসুল হক মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ৮২ হাজার ৬১৯ ভোট। এছাড়াও জামায়াত সমর্থিত এ্যাড. জাহিদ হোসাইন আনারস প্রতিকে ২৫ হাজার ৫৯৭, স্বতন্ত্র মনিরুজ্জামান মাহফুজ দোয়াত-কলম প্রতিকে দুই হাজার ৬২২ ও জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত জয়নাল আবেদিন টেলিফোন প্রতিকে পেয়েছেন ৫০২ ভোট।

দুপুর পৌনে ২টার দিকে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাডঃ শামসুল হক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বলেন, স্থগিত নলসন্ধ্যা কেন্দ্রে ভোট দিতে আসার সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা লোকজনকে বাঁধা দিচ্ছে।

কয়েকজনকে মারপিটও করেছে। বিষয়টি প্রশাসনকে অবগত করার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি। এছাড়া আকবর আলী কলেজেও ভয়ভীতি প্রদর্শণ করা হচ্ছে। তাই আগে অভিযোগ করা আটটিসহ ভোট চলা দুইটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহনের দাবি করেন তিনি।

এদিকে নলসন্ধ্যা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গৌড় কুমার ঘোষ দুপুর পৌনে ২টার দিকে বলেন, কেন্দ্রের তিন হাজার ৭৮৭ জন ভোটারের মধ্যে দুই হাজার ৩০০ ভোটার ভোট প্রদান করেছে।

আরও ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছে।

তবে নলসন্ধ্যা কেন্দ্রের কয়েকটি বুথ সরেজমিনে ঘুরে দেখা যায়, কিছু লোকজন অন্যের ভোটার স্লিপ এনে জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রের বাইরেও কয়েকটি মোড়ে আওয়ামী লীগের লোকজনকে ভোট প্রদানে বাঁধা দিতে দেখা গেছে।

এ কেন্দ্রে কর্তব্যরত সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, কেন্দ্রের অভ্যন্তরে কোন সমস্যা নেই। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।

ভোটারদের নিরাপত্তায় কেন্দ্রের বাইরে তাদের যাতায়াতের পথে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.