আমাদের কথা খুঁজে নিন

   

উল্লাপাড়ায় জাল ভোটের মহোৎসব

নলসোন্দা গ্রামের ৭৫ বছরের বৃৃৃদ্ধা জুলেখা খাতুনের কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'অনেক আশা নিয়ে ভোট দিতে গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত দিতে পারলাম না। ভোট দিতে গেলে সাবেক সলপ ইউপি চেয়ারম্যান আবু সাঈদের ছেলে স্বপন ও তার দলবল ভোট কেন্দ্রের অদূরে দাঁড়িয়ে থেকে বললো ভোট দিয়ে কি করবেন, আপনার ভোট শেষ হয়ে গেছে। তারপরও যেতে গেলে স্বপন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে বাধ্য হয়ে ফিরে আসি। ' সোমবার সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সলপ ইউনিয়নের স্থগিত নলসোন্দা উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে না পেরে ফিরে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।

নলসোন্দা গ্রামের প্রায় ২০/২৫ ভোটার এ ধরনের অভিযোগ করেন। নলসোন্দা গ্রামে গিয়ে তাদের এসব অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে বেশ কিছু প্রমাণ পাওয়া যায়। দুপুরে ভোট কেন্দ্রের অদূরে নলসোন্দা গ্রামের জামে মসজিদের কাছে হাজী নজাবত আলীর বাড়ির সামনে দেখা যায় ১৫/২০ উচ্ছৃঙ্খল যুবক চেয়ারে বসে ভোটারদের বাধা দিচ্ছে। এ সময় সাংবাদিকদের পিছনে পিছনে যাওয়া কয়েকজন পুরুষ ও মহিলা ভোটারকে মারধর করে ফিরিয়ে দিতে দেখা যায়। সাংবাদিকরা ছবি তোলায় এক যুবক ক্যামেরা কেড়ে নিতেও উদ্যত হয়।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.