বুধবার সকালে উপজেলার সলপ ইউনিয়নে সলপ কলেজে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা দেন উপজেলা জামায়াতের সদস্য ও সলপ ইউপি চেয়ারম্যান খোন্দকার শহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের উন্নয়ন ও জনগণের স্বার্থ সংরক্ষণ করতে নানা সমস্যা হচ্ছে।
সে কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্র ইতোমধ্যেই উপজেলা জামায়াতের কাছে দাখিল করেছেন বলেও জানান তিনি।
উল্লাপাড়া জামায়াতের আমির শাহজাহান আলী বিকালে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।