জনগণ সজাগ থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।
তিনি আজ দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪র্থ দফা উপজেলা নির্বাচনে বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে আইন অনুযায়ী সকল প্রস্তুতি নিয়ে নির্বাচনের আয়োজন করে দেয়া নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সাধারন জনগনকেও এগিয়ে আসতে হবে।
এসময় নির্বাচন কমিশনার আরো বলেন, যে-যাহাই বলুক, এখন পর্যন্ত নির্বাচন কমিশন সঠিক পথে রয়েছে। আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচন গুলোও সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
পরে তিনি জেলায় নবনির্মিত জেলা সার্ভার ষ্টেশানের ফলক উন্মুচন করে শুভ উদ্বোধন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।