বিশ্বের সবচেয়ে মূল্যবান পুরস্কার 'দ্য সানডে টাইমস ইএফজি সর্ট স্টোরি অ্যাওয়ার্ড'-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা তাহমিমা আনাম। ছোটগল্পের জন্য সংক্ষিপ্ত এ তালিকায় তাহমিমা আনামের পাশাপাশি আরও পাঁচজন লেখক-লেখিকা, গল্পকার রয়েছেন। এরা হলেন: পুলিৎজার পুরস্কারবিজয়ী লেখিকা এলিজাবেথ স্ট্রাউট ও লেখক অ্যাডাম জনসন, ব্রিটিশ লেখিকা আন্না মেটক্যাফে ও লেখক জোনাথান টেল এবং কানাডীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মারজোরি সেলোনা।
আগামী ৪ এপ্রিল রাতে লন্ডনের স্টেশনার্স হলে এ পুরস্কারের বিজয়ী গল্পকারের নাম ঘোষণা করা হবে। ছোটগল্প 'আনওয়ার গেটস এভরিথিং'-এর জন্য তাহমিমা এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। এর আগে তার 'এ গোল্ডেন এজ' বইটি কমনওয়েলথ রাইটার্স প্রাইজের ‘বেস্ট ফার্স্ট বুক’ পুরস্কার জিতে নেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।