আমাদের কথা খুঁজে নিন

   

পাভেল হত্যা মামলা: ২ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

হবিগঞ্জের চাঞ্চল্যকর তরুণ লীগ নেতা সৈয়দ পাভেল হত্যা মামলায় ২ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এ রায় দেন।

ফাঁসির আদেশ হওয়া আসামিরা হলেন- হবিগঞ্জ সদরের তেঘরিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে পাভেল আহমদ (২৭) ও নারায়ণপুরের আবদুল খালেকের ছেলে আবদুর রউফ (৩৪)।

অন্যদিকে, যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ সদরের উত্তর শ্যামলী আবাসিক এলাকার মুসলিম কোয়ার্টারের মৃত সৈয়দ আবদুল মতিনের ছেলে গোলাম জিলানী (৩৯) ও একই এলাকার মৃত রইছ উদ্দিনের ছেলে শাহীন মিয়া (২৪)। এ দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও একবছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাংবাদিকসহ দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- হবিগঞ্জ সদরের বড় বহুলা গ্রামের দিদার হোসেনের ছেলে এমাদুল হক সোহেল (২৯), অনন্তপুরের আবদুল হেকিমের ছেলে আবদুল কাদির (২৫) ও হবিগঞ্জের আহমদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে আবদুর রাজ্জাক রাজ (২৬)।

মামলার বিবরণে জানা যায়- ২০১০ সালের ২৩ নভেম্বর বিকেলে হবিগঞ্জ সদরের ২২নং ইনাতাবাদের ব্যবসায়ী সৈয়দ রুহুল ইসলাম পাভেলকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান তার বন্ধু পাভেল আহমদসহ কয়েকজন। রাত ১০টায় বাসায় না ফেরায় তার স্ত্রী নাজরাতুন নাঈম মৌসুমী ফোনে যোগাযোগের চেষ্টা করেন। এসময় তার ফোন বন্ধ পাওয়া যায়।

২৫ নভেম্বর অজ্ঞাত ব্যক্তি পাভেলের পরিবারে ফোন করে জানায়, হবিগঞ্জ সদরের ডা. তপন কুমারের বাসার দক্ষিণ পাশের বাউন্ডারির পার্শ্ববর্তী সরু জায়গায় একটি বস্তাবন্দি লাশ পড়ে আছে। খবর পেয়ে পরিবারের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার ব্রিগেডের সহযোগিতায় লাশ উদ্ধার করা হলে পরিবারের সদস্যরা পাভেলের লাশ সনাক্ত করেন। এ ঘটনায় ২৭ নভেম্বর পাভেলের স্ত্রী নাজরাতুন নাঈম মৌসুমী বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দয়ের করেন।

২০১১ সালের ১৪ মার্চ হবিগঞ্জ সদর থানার ওসি শেখ কবিরুল ইসলাম মামলার চার্জশিট দাখিল করেন।

২০১২ সালের ৯ জানুয়ারি ৭ জনকে অভিযুক্ত করে মামলার চার্জ গঠন হয়। আদালতে ৫২ জন সাক্ষীর মধ্যে ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি কিশোর কুমার রায়, মো. লালা, এটিএম মাসুদ টিপু। আসামি পক্ষে ছিলেন আশরাফুল বারী নোমান।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.