আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ...
যেভাবে আজ ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে তাতে ব্যাটিং সাইডের কোন ত্রুটিই ছিল না আজ। বোলাররাও আজ খারাপ করেনি। বাট আমার যেটা মনে হয়েছে, মুশফিক অতিরিক্ত বোঝে। জিয়াউরের বোলিং লাইন সত্যিই ভালো। কিন্তু আজ তাকে দিয়ে একটা ওভারও বল করালো না।
অথচ এটা সবার জানা যে, পাকিস্তান স্পিন ভালো খেলে। আফ্রিদির মত হাতুড়ে পিটানো ব্যাটসম্যানের সামনে স্পিন দিলে তো সাইজ করবেই। যখন পেসাররা বাজে বল করছিলো তখন জিয়াউরকে অন্তত একটি ওভার দিয়ে ট্রাই করতে পারতো।
একটা ম্যাচে নয় মুশফিকুর প্রায়ই এমন করে আমি লক্ষ করেছি। বিশেষ করে মাহমুদুল্লাহ'র বোলিংয়ের ক্ষেত্রে অনেক সময় ওর ইকোনমি অন্য বোলারের চেয়ে ভাল থাকলেও ৩/৪ ওভারের বেশী বল করায় না।
জানি না কেন।
আমি মুশফিকের নিন্দা করছি না। জাস্ট আমার মনে এ কথাটা ছিল অনেকদিন ধরে, আর আজ কষ্টটা একটু বেশী পেলাম দূর্বল ক্যাপ্টেন্সির কারণে।
গুড লাক বাংলাদেশ....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।