নোয়াখালীর জজ কোর্টের চীফ জুটেশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষ বাদির ভাড়াটে সন্ত্রাসী হামলায় বিবাদি মোঃ ইব্রাহিম শিপন (৩০), মোহন (২৩), আবদুল মান্নান (৬০) ও কামরুল নাহার (২৫) সহ ৫জন আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা আহতদের একটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। আহত শিপনকে গুরুতর অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতেদের স্বজন ও প্রত্যক্ষ দর্শীরা জানান, সুধারামের দেবিপুর গ্রামের ইব্রাহিম ও সেলিমের সাথে র্দীঘ দিন থেকে জায়গা জমি ও পূর্ব শত্রুতার জের দরে থানা ও আদালতে মামলা রয়েছে। আজ দুপুর ১২ টায় একটি জিআর মামলায় বিবাদি ইব্রাহিম শিপন ও তার ভাই মোঃ মোহন চীফ জুটেশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজিরা দিতে আসলে প্রতিপক্ষ বাদী লিপি আক্তার, তার ভাই সেলিম ও বিপ্লবের নেত্বত্বে ৮-১০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী আদালতের সামনে অর্তকিত হামলা চালায় ও কিল ঘুশি ও লাথি দিয়ে বিবাদি একই পরিবারের পাঁচ জনকে বেদম মারধর করে ।
এক পর্যায়ে আদালতে উপস্থিত লোকজন সন্ত্রাসীদের হাত থেকে বিবাদিদের উদ্ধার করে পরে আদালত ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী বিপ্লবকে আটক করে কোট হাজতে সোর্পদ করে। সন্ত্রাসী সেলিম ও বিপ্লবের বিরুদ্ধে থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আদালত পাড়ায় আতঙ্ক বিরাজ করছে। আহতদের বাড়ী সদরের দেবিপুর গ্রামে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।