আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি অদ্ভুত জীবের পেছনে ছুটছে: মুহিত

বুধবার দুপুরে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপিকে বুঝতে হবে এটা হবে না। তাদের অন্য পদ্ধতিতে আসতে হবে। ”

অর্থমন্ত্রী বলেন, “দেশে অনির্বাচিত শক্তি বা ব্যক্তির প্রয়োজন নেই। আমরা যখন অনির্বাচিত ব্যক্তিকে নিয়ে আসি, তখন তাদের টকশো হিরো বানাই। আর কিছু নয়।

বিএনপি জাতীয় নির্বাচনে না এসে যে ভুল করেছে এখন তার মাশুল দিচ্ছে বলে দাবি মুহিতের।

মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনে যাওয়ার হুমকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির যে কর্মশক্তি এবং আন্দোলনে তাদের যে রেকর্ড, তাতে মনে হয় না আন্দোলনে গিয়ে তারা কিছু করতে পারবে।

উপজেলা নির্বাচনে দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগ প্রার্থীরা পরাজতি হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মন্ত্রী বেসরকারি সংস্থা সীমান্তিক আয়োজিত ‘আলোকিত সিলেট: স্বাস্থ্য ও শিক্ষাখাতে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে সীমান্তিকের প্রতিষ্ঠাতা আহমদ আল কবির, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য ড. শহীদুল্লাহ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.