আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের সিরিজ জয়

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। কোনও ওয়ানডে সিরিজ এই প্রথমবারের মতো জিতল মহিলা ক্রিকেট দল।

কক্সবাজারে বৃহস্পতিবার সোহেলি আক্তার-লতা মন্ডলদের নিয়ন্ত্রিত বোলিং এবং আয়েশা রহমান ও ফারজানা হকদের গোছানো ব্যাটিংয়ে সহজ জয়ই পায় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। পাকিস্তানের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ২৮ রান করেছেন সৈয়দা ফাতেমা আবিদি।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন অধিনায়ক সানা মির। তাদের এই দুটি ইনিংসের কল্যাণেই পাকিস্তান ৪৬.১ ওভারে অলআউট হওয়ার আগে ৮৭ রান করতে পারে।

১৩ রানে ৩ উইকেট নিয়েছেন সোহেলি আক্তার। রুমানা আহমেদ, পান্না ঘোষ ও লতা মন্ডল নিয়েছেন ২টি করে উইকেট।

জবাবে ৩৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুলে ফেলেছিল বাংলাদেশের মেয়েরা। তবে জয়সূচক আর একটি রান করার আগে তিনটি উইকেট হারায় তারা।

আয়েশা ২৯ ও ফারজানা হক ১৮ রান করেছেন। এ ছাড়া লতা মন্ডল করেছেন ১৬ রান। পাকিস্তানের সানা মির ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪৩ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.