আমাদের কথা খুঁজে নিন

   

অসত্‍ মাতা বঙ্গদেশ

এখানে সিন্ডিকেটবাজদের পাত্তা দেয়া হয় না

বাংলাদেশী বংশোদ্ভূত কোন পরদেশী নাগরিক যখন বিশেষ কৃতিত্বের জন্য আন্তর্জাতিক খেতাব বা পুরস্কার লাভ করে, আমার গর্ব লাগে না, বড়ই লজ্জা লাগে।

এ ধরণের অর্জন আমায় কেবলই মনে করিয়ে দিতে থাকে যে বঙ্গমাতা তাঁর কুসন্তানদের লাই দিয়ে দিয়ে মাথায় তুললেও সুসন্তানদের পরিচর্যা ও সাপোর্টদানে নিতান্ত অনিচ্ছুক ও অপারগ; সুসন্তানরা তাই না দেখে আশ্রয় নেয় সৎমায়ের; আশ্চর্য শোনালেও এক্ষেত্রে সৎমাতার আদর ও সাপোর্ট অসৎমাতার (আই মিন আসলমাতার) চেয়ে অনেক বেশি ও ফলপ্রদ, সুসন্তানের গুণ ও প্রতিভা বিকশিত প্রকাশিত না হয়ে পারে না। আর সৎমাতার এ অকৃত্রিম স্নেহে যেই না সুসন্তান কোন কীর্তি স্থাপন করেছে অমনি অসৎমাতার নির্লজ্জ দাবি - আপনি আমাদের!

লজ্জা লজ্জা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।