বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মানুষের উচ্চতা। কিন্তু ভারতের ছত্তিশগড়ে দেখা মিলল এমন এক যুবকের যে কিনা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়েছেন আরও খাটো। গত ২০ বছরে তার উচ্চতা কমেছে তিন ফুট। যুবকের নাম রুদ্র প্রতাপ রাঠোর। ৩০ বছরের এই যুবকের গত ২০ বছরে শরীরের হাড় ক্রমাগত কুঁচকে যাওয়ায় এখন উচ্চতা গিয়ে পৌঁছেছে মাত্র দু`ফুটে।
চিকিৎসকরা জানিয়েছেন রুদ্র এক বিরল রোগে ভুগছেন। তবে তাঁর রোগটা যে কী সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি ডাক্তাররা। অনেকে মনে করছেন রুদ্রর শরীরের হাড়গুলো ক্যালসিয়াম শোষণে অক্ষম। আর এ কারণেই আস্তে আস্তে কুঁচকে যাচ্ছে হাড়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।