আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিদিকে নিয়ে ভাবছে না শ্রীলঙ্কা

বৃহস্পতিবার বাংলাদেশকে ৩ উইকেটে হারানোর পর শ্রীলঙ্কা দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে থিসারা বলেন, “আফ্রিদির জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি। আমাদের ব্যাটিং ভালো। বোলিং ইউনিটও ভালো। ”

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে দুপুর দুইটায়।



গতবার টুর্নামেন্টে তিন ম্যাচেই হেরেছিল চারবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এবার চার ম্যাচ জিতে প্রতিযোগিতায় একমাত্র অপরাজিত দল তারা।

“আমরা নিজেদের অপরাজিত দেখতে চেয়েছি। টুর্নামেন্টে ব্যাটিং ও বোলিং দুই দিক থেকেই আমরা ভালো করেছি। এটা আমাদের জন্য পয়মন্ত ভেন্যু।

শেষ পাঁচ/ছয় ওয়ানডেতে ভালো করেছি। আশা করি, ফাইনালেও ভালো করবো। ”

২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়লেও অ্যাঞ্জেলো ম্যাথিউসের অধিনায়কোচিত ব্যাটিংয়ে ১ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

অধিনায়কের প্রশংসা করে থিসারা বলেন, “অ্যাঞ্জেলো ভালো ফিনিশার। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

দল চাপে পড়লে সব সময়ই ভালো ব্যাটিং করেন। ”

চোট কাটিয়ে ফিরলেও এখনো ছন্দ খুঁজে পাননি মাহেলা জয়াবর্ধনে। থিসারা আশাবাদী, ফাইনালেই স্বরূপে ফিরবেন তিনি।

“মাহেলা একজন কিংবদন্তি। তিনি এবং সাঙ্গাকারা আমাদের মূল ব্যাটসম্যান।

আশা করি, পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচেই তারা ঘুরে দাঁড়াবেন। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।