আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল: সর্বোচ্চ ৭ লাখ ডলারে আফ্রিদিকে পেলো ঢাকা

সহজ সরল ভালবাসা সুন্দর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তাকে ৭ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছে ঢাকা। এরপরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ক্রিস গেইল। ৫ লাখ ৫১ হাজার ডলারে তাকে দলে নিয়েছে বরিশাল বার্নার্স। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় হোটেল রেডিসনে খেলোয়াড়দের এ নিমাল শুরু হয়।

এতে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন নাসির হোসেন। খুলনা তাকে পেয়েছে ২ লাখ ডলারে। এরপরেই ১ লাখ ১০ হাজার ডলারে মাহমুদুল্লাহ রিয়াদকে কিনে নিয়েছে চট্টগ্রাম। পাকিস্তানের আফ্রিদিকে নিয়ে বড় যুদ্ধে নামে দলগুলো। বরিশাল ছাড়া বাকি পাঁচ দলই তার জন্য ৫ লাখ ডলার দর হাকে।

শেষ পর্যন্ত ৭ লাখ ডলারে তাকে ঢাকা পায়। ১১ এপ্রিল থেকে তাকে পাওয়া যাবে। সিলেট ৫ লাখ ১০ ডলার, চট্টগ্রাম ৬ লাখ ডলার, রাজশাহী ৫ লাখ ৪০ হাজার ডলার, খুলনা ৬ লাখ ১২ হাজার ডলার হাঁক দেয় আফ্রিদিকে পাওয়ার জন্য। এছাড়া ক্রিস গেইলকে নিয়ে রাজশাহীর সাথে ‘টাই’ হয় বরিশালের। পরে রাজশাহীর ৫ লাখ ৩১ হাজার ডলারকে টপকে গেইলকে পায় বরিশাল।

১৪ এপ্রিল থেকে গেইলকে পাবে তারা। পাকিস্তানের অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে দিয়ে নিলাম শুরু হয়। বেস প্রাইজ ১ লাখ ডলারে কেনে দুরন্ত রাজশাহী। নিলামে ‘এ’ শ্রেণীতে ১৭, ‘বি’ শ্রেণীতে ৩৬ ও ‘সি’ শ্রেণীতে ৫৮ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তাদের জন্য ‘এ’ শ্রেণীর সর্বনিম্ন মূল্য ১ লাখ ডলার, ‘বি’ গ্রুপের ৫০ হাজার ও ‘সি’ গ্রুপের ২৫ হাজার ডলার।

এছাড়া ‘এ’ শ্রেণীতে ৬, ‘বি’ শ্রেণীতে ১২ ও ‘সি’ শ্রেণীতে ৬৮ জন স্থানীয় ক্রিকেটার রয়েছেন। তাদের জন্য ‘এ’ শ্রেণীর সর্বনিম্ন মূল্য ৪৫ হাজার ডলার, ‘বি’ গ্রুপে ৩০ হাজার ডলার ও ‘সি’ গ্রুপে ২০ হাজার ডলার। নিলামে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২ মিলিয়ন ডলার খরচ করতে পারবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড়সহ ১৮ জনকে দলে নিতে পারবে। এছাড়া অন্তত একজন খেলোয়াড় সহযোগী দেশ থেকে নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিটি দল সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে। এছাড়া আজ যারা নিলামে বিক্রি হয়েছেন, তারা হলেন, ঢাকা গ্ল্যাডিয়েটর্সে: সাঈদ আজমল (১ লাখ ডলার), কাইরন পোলার্ড (৩ লাখ) শহিদ আফ্রিদি (৭ লাখ), মাশরাফি বিন মর্তুজা (৪৫ হাজার) ও রানা নাভিদ উল হাসান (১ লাখ)। বরিশাল বার্নার্স: ব্র্যাড হজ (১ লাখ ৪০ হাজার), ক্রিস গেইল (৫ লাখ ৫১ হাজার), ইয়াসির আরাফাত (৮০ হাজার) ও আহমেদ শেহজাদ (৫০ হাজার)। চট্টগ্রাম কিংস: শোয়েব মালিক (১ লাখ ৫০ হাজার), মুত্তিয়া মুরালিধরন (১ লাখ), ডোয়াইন ব্র্যাভো (১ লাখ ৫০ হাজার) ও মাহমুদুল্লাহ রিয়াদ (১ লাখ ১০)। খুলনা রয়্যাল বেঙ্গলস: আব্দুর রাজ্জাক (৮৫ হাজার), নাসির হোসেন (২ লাখ), আন্দ্রে রাসেল (৮৫ হাজার), সনাৎ জুয়াসুরিয়া (১ লাখ ১০ হাজার), নাইল ও’ব্রায়েন (৮০ হাজার) ও ফিদেল এডওয়ার্ডস (৬০ হাজার)।

দুরন্ত রাজশাহী: আব্দুল রাজ্জাক (১ লাখ), জুনায়েদ সিদ্দিক (৭০ হাজার), ইমরান তাহির (৫০ হাজার) ও মারলন স্যামুয়েলস (৩ লাখ ৬০ হাজার)। সিলেট রয়্যালস: ইমরুল কায়েস (৫০ হাজার), পিটার ট্রেগো (৭৫ হাজার), ড্যারেন স্যামি (৫৫ হাজার), ব্র্যাড হগ (৫০ হাজার), সোহেল তানভির (১ লাখ) ও কামরান আকমল (১ লাখ)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।