আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিদিকে কারণ দর্শানোর নোটিশ

আফ্রিদিকে বোর্ড থেকে কারণ দর্শানো নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ।
এ পর্যন্ত হওয়া পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই কেবল সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। অলিখিত কোয়ার্টার-ফাইনালে পরিণত হওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় পাকিস্তান।
ব্যর্থতা নিয়ে দেশে ফিরে করাচি বিমানবন্দরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফ্রিদি। সেখানে তিনি ব্যর্থতার কারণ বিশ্লেষণ করে বলেছিলেন, নেতিবাচক মনোভাবের জন্যই দল সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে।
ক্রিকেট বোর্ড থেকে পাকিস্তান খেলোয়াড়দের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার বারণ ছিল। আফ্রিদি এই নিয়ম ভেঙেছেন দেখেই তাকে নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।