কিছু দেশ দেখার সুযোগ হয়েছে এই জীবনে।ভ্রমণ আমার ভাল লাগে্ তাই সবার মাঝে তা জানাতে চাই।সবার উপরে ভালোবাসি বাংলাদেশ । ধন্যবাদ
সূর্যের আলো
রোদে পোড়া মাটি,
কাল মানুষের
ঘামে ভেজা মুখ,
ঘরে ফিরে চল।
গাছের ছায়ায়
একটু বাতাস,
সুখ নিয়ে আসে
আনে অবকাশ,
বাঁধে যে মায়ায়।
দখিনা বাতাস
দোলা দিয়ে যায়,
ক্লান্ত দেহের
দুঃখ জুড়ায়,
হবেনা হতাশ।
রাতের আকাশ
তারার খেলা,
চাঁদের আলো
নির্জন মেলা,
শীতল বাতাস।
দিন যায় চলে
রাত শেষ হয়,
প্রবাস জীবনে
ভোর আসে যায়
কত কথা বলে।
বিদেশের মাটি
দেশ থেকে দূরে
দিনগুলো কাটে
স্মৃতি নিয়ে সব
কথা খুবই খাঁটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।