পুলিশ প্রটোকল না পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজের নিরাপত্তার জন্য বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছেন। 'গ্রুপ ফোর' নামের একটি কোম্পানির চারজন নিরাপত্তা কর্মীকে নিয়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। গতকাল থেকে তার সঙ্গে এই নিরাপত্তা কর্মীরা কাজ শুরু করেছেন। বারবার প্রাণনাশের হুমকির পরিপ্রেক্ষিতে পুলিশ প্রটোকল চেয়ে না পেয়ে তিনি বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন মেয়র আরিফ। গতকাল দুপুরে সিলেট নগরীর কাজিটুলায় একটি বিয়ের অনুষ্ঠানে যান মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তার পাজারো গাড়ির সামনে সিটি করপোরেশনের একটি পিকআপ করে সেখানে যান সিকিউরিটি কোম্পানি গ্রুপ ফোরের চার নিরাপত্তা কর্মী। মেয়রের গাড়ি থামার সঙ্গে সঙ্গে সিকিউরিটিরা এসে গাড়ির দরজা খুলে দেন। মেয়র গাড়ি থেকে নামলে চার নিরাপত্তা কর্মী গাড়ির চারপাশে এসে অবস্থান নেন। বিয়ের অনুষ্ঠান শেষে মেয়র আরিফ হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। এ সময়ও তার সঙ্গে ছিলেন ওই চার নিরাপত্তা কর্মী।
এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে তাকে বিভিন্ন সময় প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের ভেতর থেকে ছোরা উদ্ধার করা হয়েছে। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের পক্ষ থেকেও সবসময় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী পাওয়া যায় না। তাই নিজের নিরাপত্তায় সিকিউরিটি কোম্পানি থেকে চারজন নিরাপত্তা কর্মী নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উপকমিশনারের (সদর দফতর) সঙ্গে যোগাযোগ করতে বলেন। উপকমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। - নিজস্ব প্রতিবেদক, সিলেট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।