আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি মিথ্যাচারে অভ্যস্ত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি বলেছিল দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হবে না। কিন্তু শেখ হাসিনার সরকারের অধীনে সিটি ও বর্তমান উপজেলা নির্বাচন সুষ্ঠ হচ্ছে। এতে প্রমানিত হয় বিএনপি মিথ্যাচারে অভ্যস্ত।

তিনি বলেন, বিএনপি সংসদ নির্বাচনে না এসে যে ভুল করেছে সেটা বুঝতে পেরে এখন উপজেলা নির্বাচনে প্রার্থী দিয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, শহীদ এম, মনসুর আলীর নামে সিরাজগঞ্জে মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল স্থাপনের সরকারী অনুমোদন পাওয়া গেছে।

জেলা প্রশাসনের তত্বাধবানে গঠিত কমিটি দ্রুত স্থান নির্ধারন করে প্রতিবেদন দিলে ভূমি অধিগ্রহন শুরু হবে। এ অবস্থায় আগামী জানুয়ারীতে পরীক্ষামূলক ভাবে মেডিক্যাল কলেজে প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তি শুরু হবে।

তিনি আজ দুপুরে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপন, সিভিল সার্জন মাইনুদ্দিন মিয়া, বিভিন্ন উপজেলার ইউএনও, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন বিভাগীয় প্রধান ও প্রতিনিধিরাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এরপর বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সদর উপজেলার বাহুকায় যমুনা নদী সংরক্ষণ বাধ ও কাজিপুরে মাইজবাড়ি মেঘাই ঘাট এলাকা পরিদর্শন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং উপজেলা পরিষদ মাঠে ডিজিটাল ইনফরমেশন মেলার উদ্বোধন করেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.