আমাদের কথা খুঁজে নিন

   

চলুন বেড়িয়ে আসে নটরডেমের স্বর্গরাজ্য থেকে ( ফটোব্লগ )

দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ ২৫ তারিখ হয়ে গেল ফেয়ারওয়েল। অনেক কিছু পেলাম যা আর কোথায় পাবো না। আর অনেক রাত হারালাম যেখানে কুইজের কারণে আরাম করে শুতে পারব না।

হঠাৎ মনে পড়ল পিসিতে কিছু ছবি আছে, একটু ঘেটে দেখি। দেড় বছরের নটরডেমের জীবনে এই ছবিগুলোই আমার একমাত্র সম্বল, এছাড়া কিছু যে ছিনিয়ে আনতে পারি নি। কলেজের নিয়মের তোয়াক্কা না করে ছবিগুলো তোলা- কারণ মাল্টিমিডিয়া মোবাইল নটঅ্যালাউড পাখির চোখে নটরডেম ভেতরে প্রবেশ করা যাক। ও হ্যা, আইডি কার্ড গলায় আছেতো শুরুতেই সবার প্রিয় মাতা মেরী হেরিংটন ভবন থেকে ঘুড়ে আসা যাক এবার গাঙ্গুলী ভবন ম্যাথিস হাউস অডিটরিয়ামে চলেন খুবতো ঘুরাঘুরি হল, এবার একটু পড়াশুনা করা যাক গাইডেন্স রোভার ডেম টিচার্স রুম মেকাপ খাইতে মুন চায় লবন টেস্ট ম্যাথ ডিপার্টমেন্ট তেলাপোকা কাটুম না একটু খাড়ান, পানি খাইয়া লই এইডা বাদ যাবে কেন বিজ্ঞানী তৈরির কারখানা শহীদ মিনার নামাজের টাইমতো শেষ হইয়া যাইতাছে, তাড়াতাড়ি পইরা লন যাক, এবার তাইলে খেলন যায়। শুরুতেই বাস্কেটবল ফুটবল ভলিবল আর সবার শেষে সবার প্রিয় ক্যান্টিন যেখানে আমার মত আদর্শ (!) নটরডেমিয়েনরা ক্লাসের চেয়ে বেশি সময় কাটায় ছবি লোড হইতে হইতে ব্রাউজার হ্যাং হইয়া গেলে লেখক দায়ী থাকবে না বি: দ্র: সামুর নটরডেম গ্রপের এডমিন যদি এই পোস্ট দেইখা থাকেন তাইলে দয়া কইরা আমারে গ্রুপে হান্দান।

৫-৬ মাস হইয়া গেল আবেদন করছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.