মঙ্গলবার সকালে নদীর জামালপুর অংশে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে আসতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভুঁইয়া জানান, সকাল ৭টার দিকে জামালপুর ঘাট থেকে যাত্রীবাহী ট্রলারটি নদীর বিপরীত পাড়ে পলাশ ঘাটে যাওয়ার সময় মাঝনদীতে ডুবে যায়।
ট্রলারে থাকা বেশিরভাগ যাত্রী ‘প্রাণ গ্রুপের’ শ্রমিক।
ওই প্রতিষ্ঠানের ডুবুরিদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাজমুল।
তিনি বলেন, “উদ্ধারকাজ শেষ হলে নিঁখোজের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা যাবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।