রূপগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর মেধাবী ছাত্র আল-আমিন হত্যা মামলার প্রধান আসামী আমিন উদ্দিন ওরফে ওসি আমিন মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারকে অব্যাহত হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে পরিবারের লোকজনকে টুকরো-টুকরো করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে। সন্ত্রাসীদের হুমকির মুখে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এদিকে, মামলার প্রধান আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে অভিযোগ রয়েছে।
নিহত আল-আমিনের বড় ভাই ও মামলার বাদী জজ মিয়া জানান, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আল-আমিন মিয়া খুনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান আসামী ওসি আমিন গ্রেফতার হচ্ছে না।
সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারকে অব্যাহতভাবে হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে বাদী ও নিহতের পরিবারের লোকজনকে টুকরো-টুকরো করে শীতলক্ষ্যার জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আমিনকে খোঁজা হচ্ছে।
পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা ঠিক নয়।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ রাত ১০টার দিকে আল-আমিনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় তার প্রেমিকা আতিকা। এরপর থেকে সে নিখোঁজ থাকে। ৩০ মার্চ দুপুর ১টার দিকে স্থানীয়রা আল-আমিনের জবাই করা ও চোখ উত্পাটন করা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে স্লুইসগেট এলাকা থেকে আল-আমিনের লাশ উদ্ধার করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।