বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
নৌকা করে অথৈ পানির মধ্যে ভেসে বেড়াতে খুব মজা লাগে। তাই, এধরণের সুযোগ যখনই আসে, তখন সাথে সাথে তা লুফে নেই। বেশ কিছুদিন আগে, এরকম সুযোগ এলো। পুরোটা বিকেল কাটিয়ে দিলাম নৌকায়। অবশ্য নৌকায় ওঠার মজাটা আজকাল খুব কম।
কারণ, দেশে এখন নৌকায় শ্যালো ইঞ্জিন লাগানো থাকে। এতে নৌকায় ভ্রমনের আমেজের বারোটা বেজে গেছে। ইঞ্জিনের বিদঘুটে শব্দ আর ধোঁয়ার গন্ধ সত্যি বিরক্তিকর।
তাই, যখন আমরা ক'জন নৌকাটা রিজার্ভ করলাম, তখন মাঝিকে বললাম, নৌকার ইঞ্জিন বন্ধ করে বৈঠা চালাতে। মাঝিও বেজায় খুশী গন্তব্যহীন যাএীদের পেয়ে।
ধীর গতিতে সে বৈঠা টানছে। কোন শব্দ আর কোলাহল নেই। কোন যানজট নেই। নীল আকাশে কালো মেঘ আর রোদের খেলা চলছিল। নিস্তরঙ্গ নদীর উন্মুক্ততায় অলসভাবে এগিয়ে যাচ্ছে নৌাকাটি।
ঠান্ডা বাতাস শরীরটাকে ঢেকে রেখেছে। চোখ বন্ধ করে পাটাতনে শুয়ে আছি। ভাবছি, এই জীবন নৌকার গন্তব্য কোথায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।