আমাদের কথা খুঁজে নিন

   

ত্বকী হত্যাকারীদের ফাঁসির দাবিতে শীতলক্ষ্যায় নৌকাবন্ধন

ত্বকী হত্যাকাণ্ডের ৬ মাস পূর্তিতে শুক্রবার সকালে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে বন্দর খেয়াঘাটে অভিনব এই কর্মসূচির আয়োজন করা হয়।
সারিবদ্ধভাবে দাঁড়ানো নৌকাগুলোর মধ্যে ইঞ্জিনচালিত একটি ট্রলারে করা হয় অস্থায়ী মঞ্চ। ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে কয়েকশো মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।
নৌকাবন্ধনে বক্তব্য রাখেন মঞ্চের উপদেষ্টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি, সদস্য সচিব হালিম আজাদ, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আব্দুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক মনি সুপান্থ ও ন্যাপের জেলা সম্পাদক আওলাদ হোসেন।
আইভী বলেন, “শামীম ওসমানের নির্দেশে আজমেরী ওসমানের অফিসে ত্বকীকে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জবাসী ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে জেগে উঠেছে। তাই শীতলক্ষ্যা নদীর বুকে দাঁড়িয়ে ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওসমান ও তার ভাতিজা আজমেরী ওসমানের ফাঁসি দাবি করছি। ”
তিনি বলেন, জেলার সবোর্চ্চ ফোরাম আইনশৃঙ্খলা কমিটির সভায় এখনও নাসিম ওসমানরা তাদের বিরুদ্ধে কথা বলায় হুমকি-ধমকি দিচ্ছে।
পরিবহন মালিক-ব্যবসায়ী এবং শহরের টানবাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বলেন, “আপনারা আর ভয় পাবেন না। তাদেরকে চাঁদা দেয়া বন্ধ করে দিন।


শামীম ওসমানের বিরুদ্ধে দুটি কবর দখল করার অভিযোগ করেন তিনি।
“কত বড় সন্ত্রাসী বাহিনী হলে কবর দখল করতে পারেন তিনি। নারায়ণগঞ্জের সর্বত্র নাসিম ওসমান ও তার ছেলে আজমেরী ওসমান মাদক ছড়িয়ে দিয়ে যুব সমাজকে ধ্বংস করছে। ”
তিনি বলেন, শামীম ওসমান তার ক্যাডার মাকসুদকে দিয়ে নানা অপকর্ম করিয়ে অবশেষে নিজেই তাকে খুন করিয়েছে। একইভাবে ক্যাঙ্গারু পারভেজকেও শামীম ওসমান তার অপকর্ম ঢাকতেই গুম করেছে।


ত্বকী হত্যা মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংস্থার উদ্দেশ্যে তিনি বলেন, শামীম ওসমান ও আজমেরী ওসমানকে গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাঠ গড়ায় দাঁড় করান। তা না হলে নারায়ণগঞ্জবাসীই তাদের বিচার করবে।
ওসমান পরিবারের খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে একই প্লাটফর্মে দাঁড়িয়ে আন্দোলন গড়ে তুলতে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, শীতলক্ষ্যা নদীতে ত্বকী, নাট্যকার চঞ্চল, আশিক ও ভুলুসহ অসংখ্য লাশ ফেলা হয়েছে। এই শীতলক্ষ্যা নদী দেখেছে তারা লাশ ফেলেছে।


তিনি বলেন, ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামী লিটনের স্বীকারোক্তি অনুযায়ী আজমেরী ওসমানের সহযোগীরা ত্বকীকে হত্যা করেছে।
অবিলম্বে ত্বকী হত্যাকারীদের বিচার দাবি জানিয়ে তিনি অভিযোগ বলেন, গত সাড়ে ৪ বছরে ওসমান পরিবার ১০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে সেই ঠাকা ফেরত আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, “আমরা শুনতে পেয়েছি শামীম ওসমান ও আজমেরী ওসমানরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদেরকে পালিয়ে যেতে দেয়া হবে না।


গত ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি নারয়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ৬ জনকে অভিযুক্ত করে জেলা পুলিশ সুপারকে অবগতিপত্র দেন তিনি।
এই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি ইউসুফ হোসেন লিটন ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
তবে শামীম ওসমান বরাবরই হত্যার অভিযোগ অস্বীকার করছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.