ভালোবাসি দেশ, মাটি ও মানুষ। ভালোবাসি প্রকৃতি, গান, কবিতা। আর তাই পছন্দ করি প্রকৃতির টানে ঘুরে বেড়াতে প্রকৃতির মাঝে। কখনো কখনো প্রকৃতির অপার সৌন্দর্য বন্দি করি ফ্রেমে। না, রঙ তুলিতে নয়, ক্যামে।
বসন্ত চাষা
অরণ্য আবীর
দেহের মানচিত্রে খুঁজি
পূর্ণিমার চাঁদ
তোমাতে পেয়েছি আজ
বসন্তের স্বাদ
তৃষিত চাতক পাখি
ক্ষুধার্ত মুটে
এক ফোটা সুধা পেলে
খাই চেটেপুটে
বরগা কৃষক হয়ে
চাষ করি দেহ
ফসলে ভরাই মাঠ
ভাগ দেয়না কেহ
সাচ্চা কৃষক আমি
বসন্ত চাষা
চাষ করি দিন রাত
শুধু ভালোবাসা
উত্তরা ।। ১১ মার্চ ।। ২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।