আমাদের কথা খুঁজে নিন

   

নিজামী ও সাঈদীর বিরুদ্ধে যুক্তিতর্ক চলছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের ওপর সরকারপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ ৪১তম দিনের মতো এ মামলার শুনানি গ্রহণ করেন। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। শুনানিতে আসামিপক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান উপস্থিত ছিলেন। এ মামলার কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

গতকালের শুনানিতে ইব্রাহিম কুট্টিকে হত্যার বিষয়ে সরকারপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, ইব্রাহিম কুট্টিকে যে পাড়েরহাটে হত্যা করা হয়েছে এ নিয়ে কোনো বিতর্ক নেই। এ সময় তিনি প্রসিকিউশনের সাক্ষীদের জবানবন্দি আদালতে পড়ে শোনান।

নিজামীর বিরুদ্ধে যুক্তিতর্ক : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে তৃতীয়বারের মতো প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী।

প্রসিকিউশন আসামির সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তি উপস্থাপন করে। শুনানিতে প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেন, নিজামীর পরিকল্পনা ও প্রত্যক্ষ অংশগ্রহণে ১৯৭১ সালে পাবনার ডেমরা ও বাউসগাড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর গণহত্যা হত্যা চালায় পাকিস্তানি সেনা ও রাজাকাররা। ওই সময় ধর্ষণের ঘটনাগুলোও নিজামীর উপস্থিতিতে ঘটে। এ বিষয়টি প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। সোমবার নিজামীর বিরুদ্ধে তৃতীয়বারের মতো যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।