আমাদের কথা খুঁজে নিন

   

আজমির থেকে কংগ্রেস প্রার্থী আজহার

আগামী লোকসভা ভোটে রাজস্থানের আজমির কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

বর্তমানে এই কেন্দ্র থেকে সংসদে নির্বাচিত হয়েছেন শচীন পাইলট। কিন্তু এবার আর ভোটে দাঁড়াতে চান না রাহুল গান্ধীর ‌যুব ব্রিগেডের' এই সদস্য।

কংগ্রেস সূত্রে এমনই খবর পাওয়া গেছে। তাই আজমির কেন্দ্র থেকে এবার আহজারকে প্রার্থী করতে চলেছে কংগ্রেস।

গতকাল বুধবার রাতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কংগ্রেসের তরফে কিছু জানানো হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।