লোকাল বাসে যারা নিয়মিত/মাঝেমাঝে যাতায়াত করেন তারা জানেন, বাসে ওঠার সময় অনেক সময়ই হেল্পার জিজ্ঞাস করে, “কই যাবেন?”। কেউ জায়গার নাম বলে, অনেকেই শুধু “সামনে” বলেই উঠে পড়ে। গতদিন ভার্সিটি যাওয়ার সময় দেখলাম ফার্মগেট-এ একটা লোক আমি যে বাসে সেই বাসে ওঠার চেষ্টা করছে।
হেল্পার স্বভাবতই তাকে জিজ্ঞাস করলো “কই যাবেন?”
যাত্রী কারন ছাড়াই গরম দিয়ে বললো, “সামনে, কেন কোন সমস্যা আছে?”
হেল্পারঃ সামনে যাইবেন? আমরাতো বাস ঘুরাইয়া পেছনে যামু! তাই জিগাইতেছিলাম!
যাত্রীঃ (বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে) ও! আমি শাহবাগ যামু, যাওয়া যাবে না?
হেল্পার বেশ উদাস একটা ভাব নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললোঃ উইঠা যহন পড়ছেন, ভেতরে যান, দেখি কি করা যায়!!
আমরা কেন জানি প্রয়োজন ছাড়াই অন্যের সাথে কঠোর হতে পছন্দ করি! অদ্ভুত!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।