বৃহস্পতিবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “গণগ্রেপ্তার করেই সরকার ক্ষান্ত হচ্ছে না। এখন তারা দলের কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলা দিয়ে পালাক্রমে গ্রেপ্তার করছে। তারই অংশ হিসেবে গতকাল স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসনকে গ্রেপ্তার করা হয়েছে।”
৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগে একটি মামলায় বুধবার রাতে বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে তার গুলশানের বাড়ি থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “এই গ্রেপ্তারের উদ্দেশ্য একটাই- অবৈধ সরকারের সব অপকর্ম থেকে জনদৃষ্টি আড়াল এবং বিরোধী কণ্ঠের শ্বাসরোধ করা।’’
অবিলম্বে মামলা প্রত্যাহার করে খন্দকার মোশাররফকে মুক্তি দেয়ারও দাবি জানান তিনি।
(বিস্তারিত আসছে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।