আমাদের কথা খুঁজে নিন

   

Basic অ্যান্ড্রয়েড এপস সকলের জন্য প্রয়োজনীয়, যা না থাকলে অ্যান্ড্রয়েড মোবাইল-ই বৃথা [বর্ণনা+ডাউনলোড]


বর্তমানে অ্যান্ডয়েড মোবাইল জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে, এর মূলে রয়েছে অ্যান্ডয়েডের ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন কাজের উপযোগী অজস্র এপস অ্যান্ডয়েডের মৌলিক কিছু এপসের বর্ণনা এবং এর ডাউনলোড লিংক দেয়া হল:
. স্কাইপ: বিনামূল্যে ভয়েস কল এবং ভিডিও করার জন্য স্কাইপ পৃথিবীখ্যাত সর্বশ্রেষ্ঠ সফটওয়ার। স্যামসং ব্যতীত অন্য কম্পানির[ আইফোন+ সনিমোবাইল সেটে ডিফল্ট ভিডিও কলার না থাকায়, ৩জি ব্যবহার করে সার্বজনীন ভিডিও কলের জন্য স্কাইপ সেরা সফটওয়ার। স্কাইপ মাধ্যমে আইডি খুলে অন্য স্কাইপ ইউজার এর সাথে ভয়েস অথবা ভিডিও কল করা যায়

Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.skype.raide
. এডবি রিডার: এটি অ্যান্ডয়েড মোবাইলের জন্য একটি ভাল মানের পিডিএফ রিডার।

এটি খুব কম র্যামেই চলে। এর মাধমে অবসরে বই পড়া যায়। :lo
 
Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.adobe.reader
. এম এক্স প্লেয়ার: অ্যান্ডয়েড মোবাইলে যে কোন ধরণের ভিডিও প্লে করার জন্য এটি সেরা একটি ভিডিও প্লেয়ার
 
Google Play Link::  https://play.google.com/store/apps/details?id=com.mxtech.videoplayer.ad
. কালার নোট: বিভিন্ন গুরুত্ব জিনিস লিখে রাখার জন্যে কালার নোট একটি ভাল এপস। এতে রিমাইনডার সেট করার ব্যবস্থা
রয়েছে


 
Google Play Link::  https://play.google.com/store/apps/details?id=com.socialnmobile.dictapps.notepad.color.note
. ফ্ল্যাশ লাইট: অ্যান্ডয়েডের ডিফল্ট এলইডি লাইটকে টর্চ লাইট হিসেবে ব্যবহার করার একটি এপস। এর মাধ্যমে টর্চ লাইটের কাজ চালানো যাবে। তবে বেশী ব্যবহার করা উচিত নয়
 
Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.devuni.flashlight
. গুগল ম্যাপস: গুগল ম্যাপস সম্পর্কে বলার কিছুই নাই। এটি অ্যান্ডয়েডের সেরা এপস গুলোর একটি।

জিপিএস ফিচার যুক্ত মোবাইলে এর মাধ্যমে আচেনা গন্তব্যে প্রথমে ভার্চুয়ালী পরে সরাসরি যাওয়া যায়। যা ভ্রমনপিয়াসীদের জন্যে খুবই উপযোগী।
 
Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.maps
. ক্লিন মাস্টার: অ্যান্ডয়েড মোবাইলের ব্রাউজিং হিস্ ট্রি, কুকি, র্যাম বুস্টের জন্য সেরা একটি সফটওয়ার। ক্লিন মাস্টার এর মাধ্যমে সেটের ইন্টারনাল মেমরির এপসকে মেমরি কার্ডে অথবা মেমরি কাডের এপসকে ইন্টারনাল স্টোরেজ- স্থানান্তর করা যায়।

এটি অনেকটা সি ক্লিনারের মত কাজ করে
 
Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard
. ভয়েস রেকর্ডার: এর মাধ্যমে যেকোনো ভয়েস, লেকচার, গান  এমপি৩, এএমআর ফরম্যাটে রেকর্ড করা যায়
 
Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.mobitourist.irecorder
.কল ব্লকার: কল ব্লকার এপসটি ব্যবহারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কল এবং এসএমএস ব্লক করা যায়
 
 
Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.netqin.mm
১০. বাংলা টিভি অনলাইন: বাংলা টিভি অনলাইন একটি বাংলাদেশী এপস। এর মাধ্যমে ৩জি ব্যবহার করে চ্যানেল আই, চ্যানেল , চ্যানেল ২৪ সহ বিভিন্ন বাংলা চ্যানেল দেখা যায়


 
Google Play Link:: https://play.google.com/store/apps/details?id=com.andromo.dev190905.app267243
১১. বিডি নিউজপেপার অল ইন ওয়ান: বাংলাদেশের সমস্ত বাংলা এবং ইংরেজী নিউজপেপার পড়ার একটি চমৎকার এপস। এটি ২জি নেটওয়ার্কেও ভাল চলে
 
Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.androidbd.bdnewpapersall
১২. ইংরেজী টু ইংরেজী অভিধানএটি চমৎকার একটি আফলাইন ইংরেজী টু ইংরেজী অভিধান মাত্র ১৫ মেগাবাইটের
 
Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=livio.pack.lang.en_US
১৩. স্ম্যার্ট কম্পাস/ টুল: জিপিএস সেন্সর সমৃদ্ধ অ্যান্ড্রয়েড মোবাইলে দিক নির্ণয়ের একটি টূল যা- কম্পাস হিসেবে কাজ করে। এছাড়াও এর মাধ্যমে দুরত্ব নির্ণয় করা যায়।

এতে ফ্ল্যাশ লাইটেরও ব্যবস্থা আছে
 
Google Play Link: https://play.google.com/store/apps/details?id=kr.sira.compass
১৪. ক্রিক বাজ: লাইভ ক্রিকেট খেলার বল বাই বল স্কোর কমেন্ট জানার জন্যে সেরা এপস। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সব লাইভ স্কোরিং এপস এর মত এটিও ১৫ মিনিট পূর্বের তথ্য সরবরাহ করে। ২জি তে ভাল কাজ করে
 
Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.cricbuzz.android
১৫. ভল্ট: গুরুত্বপূর্ন কন্টাক্ট, এএমএস, পিকচার, ভিডিও হাইডের জন্যে সেরা একটি এপস।


 
Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.netqin.ps
১৬. ক্রেজি ডেসট্রয়ার: মাত্র ১৫ মেগাবাইটের অ্যান্ডয়েডের সেরা একটি গেমস। মষ্তিস্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে
 
Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.topgames.Destroyer
১৭. ফ্রুট নিনজা: অত্যন্ত  মজার একটি গেমস যা- একই কাজ করে
 
Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.halfbrick.fruitninjafree
১৮. ক্যান্ডি ক্রাস সাগা: ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় গেমস
 
Google Play Link: https://play.google.com/store/apps/details?id=com.king.candycrushsaga
১৯. বল পুল: ফেসবুকের  জনপ্রিয় গেমস


 
Google Play Link:  https://play.google.com/store/apps/details?id=com.miniclip.eightballpool
২০.প্রাইভেট ডাইরি: দৈনন্দিন উৎপাদনমূলক কর্মকান্ড লিপিবদ্ধ করার একটি এপস। এতে পাসওয়ার্ড এবং ব্যাকআপ সুবিধা রয়েছে।

Google Play Link: https://play.google.com/store/apps/details?id=app.diary
এরকম আরও কিছু এপস ফেসবুক, কল রেকর্ডার, গুগল টক, ইউসি ব্রাউজার, ম্যাথ ওয়ার্ক আউট ইত্যাদি।
*************গুগল প্লে থেকে সরাসরি পিসিতে অ্যান্ডয়েড এপস ডাউনলোড করার পদ্ধতি:
. GOOGLEPLAY থেকে এপসটি ইন্সটল পেজে যেতে হবে এবং এপসটির URL লিংক কপি করতে হবে
. http://apps.evozi.com/apk-downloader/ এই সাইটে ঢুকে URL লিংকটি পেস্ট করে Generate Download Link ক্লিক করতে হবে


ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।