There is more than one of everything...
(১) মানুষের চোখ কোন রং এ সবচেয়ে বেশী সংবেদনশীল?
- সবুজ রং এ। এজন্যই সবুজ দৃশ্য দেখতে আমাদের এত ভালো লাগে।
(২) কড়া রং ও মিঠা রং কোন গুলি?
- মিঠা রং: বেগুনী,নীল,আসমানী,সবুজ।
কড়া রং: হলুদ,কমলা,লাল।
(৩) আমরা সবসময় একটা কথা বলি,"রংধনুর সাতটি রং একজায়গায় করলে সাদা রং পাওয়া যায়,যেখানে কোন রং নেই সেখানে কালো রং হয়।
"
- জানেন কি এটা শুধু রংগিন আলোর খ্খেত্রে প্রযোয্য। রংগিন কালির খ্খেত্রে বেপারটা উল্টা হবে।
অর্থাৎ সব রং এর কালি একজায়গায় করলে কালো রং পাব,যেখানে কোন কালির রং নেই সেখানে সাদা রং পাব।
(৪) এটা আমরা সবাই জানি।
Infrared (অবলোহিত) আলো খালি চোখে দেখা যায় না,কিন্তু ডিজিটাল ক্যামেরার চোখ দিয়ে ঠিকই দেখা যায়।
টিভির রিমোট এর সামনে যে লাইট আছে,রিমোটের বাটন চাপলে কিন্তু তা জ্বলে,যা খালি চোখে দেখা সম্ভব না।
কিন্তু মোবাইলের ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা দিয়ে তাকায় দেখেন না !!!
(অবশ্যই রিমোটের বাটন চেপে। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।