আমাদের কথা খুঁজে নিন

   

চেতনা তুমি এতো দুর্বল কেন ?

আমার আগের নিক হ্যাক হয়েছে কিনতু দ্বাবি একটাই যুদ্ধাপরাধীদের ফাসি চাই। ___________________ @সুলতান মির্জা

বাঙ্গালীর চেতনা বড়ই অদ্ভুত, স্বয়ং আল্লাহ পর্যন্ত বুঝতে পারে না, সেখানে ক্রিকেট বোর্ডের ইভেন্ট ম্যনেজমেন্ট এর সাধ্য কতটুকু ?

টি-২০ বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। গতকাল ছিল উদ্বোধনী দিন ও সেলিব্রেশন কনসার্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটির উদ্বোধন করেছিলেন।

অনুষ্ঠানের মুল পর্ব অর্থ্যাৎ শুরু থেকে দেখতে পারিনি।

কিন্তু ফেসবুকে নজর ছিল দেখেছি অনেক সেলিব্রেটির স্ট্যাটাস। ওইসব স্ট্যাটাস দেখে যা বুঝলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা যা ছিল তা গতকালকেই পুরা শেষ হয়ে গেছে। বাকী আর কিছুই রইলো না এখন কি হবে ?

যারা প্রশ্ন তুলেছে চেতনার ধংসবাশেষ নিয়ে, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের চেতনা এত দুর্বল কেন ? সমস্যা কি আপনাদের ? নাকি আওয়ামীলীগের আমলে হয়েছে বলে এই সমস্যা ? এই মার্চ মাসে হিন্দি গান গাইলে চেতনা ধংস হয়ে যাবে এই তথ্য কই পাইলেন ?

ওকে ফাইন, তাইলে উত্তর দেন, এই মার্চ মাসে পাকিস্তান দল বাংলাদেশে খেলতে আসছে কেন ? আপনারা রাস্তায় নেমে পাকিস্তান দলকে বয়কট করছেন না কেন ? তাছাড়া পাকিস্তান দলের সমর্থনে বাংলাদেশের স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা নিয়ে যারা নাচানাচি করতেসে তাদের কে গন ধোলাই দিয়ে দেশ থেকে বের করে দিচ্ছেন না কেন ? নাকি সরাসরি গনধোলাইয়ের বদলে ফেসবুকে চেতনা রক্ষার আন্দুলন করাটাকেই বেশি উপভোগ করছেন ? গলা কাশী দিয়ে বলেন, এতে করে কি আপনার চেতনায় লাগে না ?

শুনেছি আইয়ুব হাল তালি পায়নি বলে নাকি আক্ষেপ করেছে। আর তা শুনে আপনাদের মন কেদে উঠেছে বাসায় ভারতীয় টিভি চ্যানেল দেখতে দেখতে ফেসবুকে ইভেন্ট ম্যানেজমেন্ট এর গুষ্টি সহ উদ্ধার করে একটার পর একটা স্ট্যাটাস দিয়ে চলেছেন। আসলেই বড় অদ্ভুত রে ভাই আপনারা।



শুনেন, বাংলাদেশের মানুষ আইয়ুব বাচ্চুর গান শুনতে শুনতে বুইড়া হইয়া গেছে। তাই গতকাল তারা আই মিন যারা অনুষ্ঠান লাইভ দেখেছিল তারা নতুন কিছুই উপভোগ করতে গিয়েছিল।

আমার নিজের কথাই বলি, আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে শেরাটনের উইন্টার গার্ডেন পর্যন্ত আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, জেমস, হাসান, পার্থ বড়ুয়ার গান শুনে তালি দিতে দিতে আমার হাত শক্ত হয়ে গেছে। আজকে যদি আমি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেলিব্রেশন কনসার্টে উপস্থিত থাকতাম তাহলে আমি নিজেই হাত তালি দিতাম না, জমিয়ে রাখতাম এ আর রহমান ও একন এর জন্য। আপনারা হয়তো আমার চেতনা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, মজার বিষয় হচ্ছে আই ডোন্ট কেয়ার ইট, কারন আমার চেতনা আপনারটার মত দুর্বল না।

একন ও এর আর রহমানের গান শুনেছি সিডি প্লেয়ারে, ইউটিউব দেখেছি কিন্তু সরাসরি গান বা তাদের পারফরমেন্স দেখার সৌভাগ্য হয়নি কখনো আজকে যদি আমি লাইভ দেখতে যেতাম তাহলে হাত তালি দিতে দিতে হাত ফাটিয়ে ফেলতাম।

আরেকটা বিষয় মনে রাখা জরুরী, বিতর্ক করলে সারাদিন করা যাবে কিন্তু এই প্রোগ্রামের ব্যাবসায়িক দিকের কথাটাও বিবেচনা করতে হবে। লক্ষনীয় যে, বর্তমান ক্রিকেট বিশ্বের ক্রিকেট দর্শক বা সমর্ত্থকের ৫০% কিন্তু ভারতীয় ও পাকিস্তানী। যার জন্য এর আর রহমান গ্রুপ হিন্দি ও উর্দু গান গেয়েছেন, বাকী ৫০% এর ৩০ % ইংলিশ বা অন্য ভাষার সমর্থক যার কারনে একন গেয়েছেন ইংরেজী গান। বাকী ২০% বাংলা যার জন্য আইয়ুব বাচ্চুরা বাংলা গেয়েছেন।

হিসেব মতে বাংলা গানের শিল্পী ছিল বেশি।

সো ইভেন্ট ম্যানেজমেন্ট যা করেছে বুঝে শুনেই করেছে। অযথা চিন্তা কইরেন না এর জন্য চেতনার কোন ক্ষতি হবে না। চেতনা চেতনার জায়গাতেই থাকবে। আপনি শক্ত হোন।



শেষ কথা, আসেন প্রতিজ্ঞা করি আগামীকাল থেকে জী টিভি, জী সিনেমা, ষ্টার ক্রিকেট, ষ্টার স্পোর্টস, আইএসপিএন, টেন স্পোর্টস, স্টার গোল্ড, ডিসকভারী, ষ্টার প্লাস, জী বাংলা, ষ্টার জলসা সহ সকল ভারতীয় চ্যানেল বর্জন করবো। বাকী আর কিছু দরকার নাই। আপাতত এইটুকুই করে আমাদের চেতনা রক্ষা করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।