আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল সফরকারীরা

ব্রিজটাউনে টি ২০ সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। এ জয়ের ফলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেল সফরকারীরা।
প্রথমে ব্যাট করতে নেমে সফরকারীরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে। ইংলিশ ওপেনার মাইকেল লাম্প ও আলেক্স হেইলস দলের হয়ে শুরুটা বেশ ভালোই করেন। তারা দুজনে মিলে মাত্র ৪ ওভারেই করেন ৫২ রান।

শেষ পর্যন্ত এ জুটি প্রথম উইকেট পার্টনারশিপে ১০.২ ওভারে করেন ৯৮ রান। লাম্প মাত্র ২৭ বলেই করেন তার টি ২০ ক্যারিয়ারের তৃতীয় অর্ধশত। আর হেইলস ৩৮ রান করে আউট হন।
 
আর ইংল্যান্ড ইনিংসের শেষের দিকে দলের রান বড় করার পেছনে ভূমিকা রাখেন বার্বাডোজ বংশোদ্ভূত ক্রিস জর্ডান। তিনি ইংল্যান্ড ইনিংসের শেষ ওভারে ৪টি ছক্কা মারেন।

জর্ডান ২৭ রান করে অপরাজিত ছিলেন। দলের হয়ে বল হাতেও তিনি বেশ সফল ছিলেন। তার ৪ ওভারে ৩৯ রান দিয়ে স্বাগতিকদের ৩টি উইকেট তুলে নেন জর্ডান।
 
অপরদিকে জয়ের জন্য ১৬৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬০ রান করতে সক্ষম হয়। তবে প্রথম দুটি ম্যাচ জিতে নিয়ে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছিল স্বাগতিকরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।