নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। এক পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত সেনবাগ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৭৫টি। ভোটার সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৯৩১ জন।
সহকারী রিটার্নিং অফিসার উদয় দেওয়ান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ জন সদস্য নিয়োজিত আছেন।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বদন্দ্বিতা করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।