নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৬ জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ১৫ জন করে আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি'র স্ট্রাইকিং ফোর্স টহলে রয়েছে।
এক পৌরসভা ও ১৬ ইউনিয়ন নিয়ে গঠিত বেগমগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ছয়শ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৭শত ২৫ জন এবং নারী ভোটার এক লাখ ৬৫ হাজার ৮৭৫ জন। মোট ভোটকেন্দ্র ১৩৩টি, ভোট কক্ষের সংখ্যা ৭৫৬টি।
চেয়ারম্যান পদে মোট ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।