আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীর চরে বিশাল আকৃতির পাখি উদ্ধার

নোয়াখালীর উপকূলীয় চরে বিশাল আকৃতির একটি পাখি নিয়ে স্থানীয় লোকজনের মাঝে গত কয়েক দিন থেকে তৈরি হয়েছে ব্যাপক উত্সাহ। দ্বীপ উপজেলার হাতিয়ার মেঘনা নদীতে অসুস্থ্য অবস্থায় পড়ে থাকতে দেখে জেলেরা পাখিটি উদ্ধার করে। এরপর টাংকির বাজারের এক ব্যবসায়ীর সেবায় সুস্থ্য হয়ে উঠে পাখিটি।

স্থানীয় লোকজন জানায়, মাস খানেক আগে হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা ভাসমান অবস্থায় বিশাল আকৃতির পাখিটি পড়ে থাকতে দেখেন। এরপর তারা পাখিটি ধরে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন পাখিটি কিনে নেন।

গত একমাস থেকে তিনি পাখিটি লালন পালন করে আসছেন। তবে, নিশ্চিত করে পাখিটির নাম কেউ বলতে না পারলেও অনেকের ধারনা এটি ধনেশ পাখি।

ব্যবসায়ী ইসমাইল জানান, মেঘনা নদীতে ভাসমান অবস্থায় পড়ে থাকা পাখিটি খুবই দুর্বল ছিল বলে উড়তে পারছিল না। এ অবস্থায় জেলেরা পাখিটিকে ধরে বাড়ি নিয়ে যাচ্ছে দেখে মায়া লেগে যায় তার। জেলেদের কাছ থেকে তিনি পাখিটি কিনে নেন।

এরপর ভালো খাওয়ারের পাশাপাশি চিকিত্সা করতে থাকেন। এখন অনেকটা সুস্থ্য পাখিটির পায়ে দড়ি দেয়া হয়েছে। প্রতিদিন এক থেকে দেড়শ টাকার মাছ কিনে দিতে হচ্ছে খাওয়ার জন্য।

পাখিটি উচ্চতায় প্রায় চার ফুট, ডানা দুটি প্রসস্থ ছয় থেকে আট ফুট, পা দুটো বেশ লম্বা। উত্সুক লোকজন প্রতিদিনই ভিড় করছে পাখিটিকে দেখার জন্য।

এনিয়ে বিড়ম্বনায় আছেন পাখিটির লালনকারী ইসমাইল হোসেন। কোন চিড়ীয়াখানায় যত দ্রুত সম্ভব পাখিটি হস্তান্তরের ইচ্ছে আছে তার।

এ ব্যপারে জেলা পাণীসম্পদ কর্মকর্তা ডা. মলয় কুমার শূর জানান, সাধারণত হাওর বাওর সহ উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক জলাশয়ে যেখানে প্রচুর মাছ পাওয়া যায় এমন সব এলাকায় এ ধরণের ধনেশ পাখি বাস করে থাকে। তবে, এভাবে কারো কাছে আটক থাকলে খাদ্য সংকটের কারণে বিরল প্রজাতির এই পাখিটি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। পাখিটির প্রয়োজনীয় সংরক্ষনের বিষয়ে বন বিভাগের সহায়তা নেয়া যেতে পারে বলে মনে করেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.