মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের লড়াই শুরু হবে বেলা সাড়ে তিনটায়।
শনিবার এক সংবাদ সম্মেলনে নবী বলেন, “এশিয়া কাপে ওরা আমাদের কাছে হেরেছিল। তাই রোববার সমর্থকদের প্রত্যাশার বিশাল চাপ ওদের ওপরে থাকবে। কালকের ম্যাচে সমস্ত চাপ থাকবে বাংলাদেশের ওপরে। ”
এশিয়া কাপের সেই ম্যাচে ছিলেন না তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।
নবীর দাবি, বাংলাদেশের তিন তারকার প্রত্যাবর্তন নিয়ে তারা চিন্তিত নন।
“প্রতিপক্ষ দলে কে আছে তা নিয়ে আমরা ভাবছি না। আমাদের সমস্ত মনোযোগ শুধু কালকের ম্যাচের দিকে। তামিম, সাকিব, মাশরাফি খেলবে কি না তা নিয়ে আমরা মোটেও ভাবছি না। ”
বাংলাদেশের বিপক্ষে সেই জয়ের পর থেকে ভালো করতে পারেনি আফগানিস্তান।
দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। এ প্রসঙ্গে নবী বলন, “জিম্বাবুয়ের সঙ্গে আমরা শেষ ওভার পর্যন্ত লড়াই করে হেরেছি। তেমন খারাপ খেলিনি। ”
আফগানিস্তান ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি ভালো খেলে জানিয়ে নবী বলেন, “টি-টোয়েন্টিতে আমাদের ব্যাটিং শক্তিশালী। আমাদের দলে বেশ কয়েকজন ভালো অলরাউন্ডার আছে।
আমাদের ভালো ফিল্ডিংও এই ধরনের ক্রিকেটে একটি বড় শক্তি। ”
বাংলাদেশের সঙ্গে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি আফগানিস্তান। তবে ২০১০ সালের এশিয়ান গেমসের ফাইনালসহ দুটি টি-টোয়েন্টি খেলেছে তারা।
ঐ দুই ম্যাচ প্রসঙ্গে আফগান অধিনায়কের মন্তব্য, “হেরে গেলেও ঐ দুই ম্যাচেই আমরা দারুণ লড়াই করেছিলাম। ওরা সহজে জিততে পারেনি।
এবার আমাদের হারানো ওদের জন্য আরো কঠিন হবে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।