আমাদের কথা খুঁজে নিন

   

সালমানের ‘মিশন সাপ্নে’, আমিরের প্রশংসা

ভারতের এক টিভি চ্যানেলে খুব শীঘ্রই শুরু হচ্ছে সেলিব্রিটি রিয়ালিটি শো ‘মিশন সাপ্নে’; যেখানে তারকারা একদিন সাধারণ মানুষের মত জীবনযাপন করবেন। সেই অনুষ্ঠানে এবার অংশ নেবেন সালমান খান।

জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, ওই অনুষ্ঠানে সালমানের অংশগ্রহণের বিষয়টি জানতে পেরে খুবই খুশি হয়েছেন আমির।

আমির বলেন, ‘আমি খুবই খুশি যে সালমান ওই অনুষ্ঠানে অংশ নেবেন। এরকম করে যদি বলিউডের অন্য তারকারাও এধরনের সামাজিক সমস্যায় হাত বাড়িয়ে দেন, তবে খুব ভালো হয়।

এই মুহুর্তে নিজের সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান ‘সাত্যামেভ জায়াতে’র কাজে ব্যস্ত আছেন আমির। চলতি মাসে নিজের জন্মদিনে আমির জানান, এ বছরের পুরোটা সময় এই অনুষ্ঠানকে সময় দিবেন তিনি।

এদিকে, খবর এসেছিল অনুষ্ঠানটিতে উপস্থাপনা করার জন্য কোন পারিশ্রমিক নিচ্ছেন না আমির। খবরটিতে গুজব হিসেবে উড়িয়ে দিয়ে আমির বলেন, “আমি এই অনুষ্ঠানে কাজ করার জন্য পারিশ্রমিক নিচ্ছি। কারণ আমার মনে হয় আমি এখানে যে কাজগুলো করছি তার জন্য পারিশ্রমিক নেয়া উচিত।

তবে আগে আমি অনেক বিজ্ঞাপনে কাজ করতাম, যা এখন খুব একটা করি না। তাই আর্থিকভাবে আমার আয় এখন আগের থেকে কম। ”

আমির আরও জানান, ‘সাত্যামেভ জায়াতে’ অনুষ্ঠানে পারিশ্রমিক কম হলেও আপত্তি নেই তার। কারণ এর মাধ্যমে তিনি সাধারণ মানুষের জীবনের নানা রকম অভিজ্ঞতায় শরিক হতে পারছেন।

২০১২ সালে শুরু হওয়া সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান ‘সাত্যামেভ জায়াতে’ উপস্থাপনা করছেন আমির নিজে।

এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উঠে এসেছে সমাজের নানা বিতর্কিত বিষয়। যার মধ্যে রয়েছে ভ্রূণহত্যা, যৌতুক, শিশুদের যৌন হয়রানি, প্রেমের বিয়ে, অনার কিলিং (সম্মান র¶ার্থে হত্যা)সহ ভারতে প্রচলিত নানা ধরণের বিতর্কীত সামাজিক রীতি।

অনুষ্ঠানের দ্বিতীয় সিজন শুরু হয়েছে ২ মার্চ থেকে। যেখানে ধর্ষণ এবং পুলিশ বাহিনীর অপারগতার মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এদিকে ‘মিশন সাপ্নে’ অনুষ্ঠানে সালমানের সঙ্গে অংশ নেবেন আরও কয়েকজন তারকা।

তারদের মধ্যে রয়েছেন অভিনেতা ভারুন ধাওয়ান, ক্রিকেটার হরভজন সিং এবং অভিনেতা রনিত রয়।

মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে প্রদর্শিত হবে ‘মিশন সাপ্নে’।  


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।